নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রংপুর বিভাগীয় অঞ্চলে মৃদু অনুভূত হয়েছে। রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ঠাকুরগাঁও থেকে ৩৩ কিলোমিটার দূরে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪।
ভূমিকম্পের উৎপত্তি নিয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ওয়েবসাইটটি। এ ছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও এ নিয়ে আপডেট জানায়নি।
এরআগে গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভারতে উৎপত্তি হওয়া দুই দফার ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মতামতের জন্য