সংবাদ খেলা:
গত মৌসুমে লা লিগার ম্যাচে স্তাদিও দে সিরামিকায় গিয়ে ভিয়ারেয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছিল রেয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসের হয়ে সেবার দুটি গোলই করেছিলেন কিলিয়ান এমবাপ্পে।
চলতি মৌসুমেও আগের বছরের স্মৃতি ফিরিয়েছেন ফরাসি স্ট্রাইকার। ভিয়ারেয়ালের মাঠে গতকাল শনিবার খেলতে গিয়ে আবারও জোড়া গোল করেছেন এমবাপ্পে। এবার অবশ্য কোনো গোল হজম করেনি মাদ্রিদ। তাতে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলভারো আরেবেলোয়ার দল।
গতকালের জয়ে বার্সেলোনাকে হটিয়ে দুই মাস পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল মাদ্রিদ। ২১ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট আরবেলোয়ার দলের। দুইয়ে নেমে যাওয়া বার্সার পয়েন্ট ৪৯। বার্সা অবশ্য একটা ম্যাচ কম (২০ ম্যাচ) খেলেছে। হাতে থাকা ওই ম্যাচে আজ ওভিয়েদোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে জিতলে মাদ্রিদকে সরিয়ে আবারও এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে হানসি ফ্লিকের দল।
ভিয়ারেয়ালের মাঠে গতকাল প্রথমার্ধটা অবশ্য সাদামাটাই কেটেছে মাদ্রিদের। তবে ভিয়ারেয়ালকে যে খুব বেশি সুযোগ দিয়েছে, এমন নয়। মাদ্রিদের গোলমুখ বরাবর প্রথমার্ধে কোনো শটই রাখতে পারেননি মার্সেলিনো গার্সিয়ার শিষ্যরা। শুধু ভিয়ারেয়াল কেন, ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিয়ে রেয়াল মাদ্রিদই একমাত্র দল, চলতি বছর এখন পর্যন্ত প্রথমার্ধে যাদের লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি প্রতিপক্ষ দল।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মতামতের জন্য