নিজস্ব প্রতিবেদক:
দেশের ভেতরের পোস্টাল ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। প্রবাসী কেউ দেশে এসে তার পোস্টাল ব্যালটের ভোট পোস্ট করলে সেটি গ্রহণযোগ্য হবে না।কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে সুনির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়ে নির্বাচন
কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ইসির পক্ষে ঘুরে ঘুরে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ সম্ভব নয়।’ সোমবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিদেশে পোস্টাল ব্যালট নিয়ে আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নে ইসি সচিব বলেন, ‘পোস্টাল ব্যালটে প্রবাসীদের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তির নিজের।’
দেশের ভেতরে আচরণবিধি ভঙ্গের বিষয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে জানানোর আহ্বান জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানান, দেশের ভেতরের পোস্টাল ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। প্রবাসী কেউ দেশে এসে তার পোস্টাল ব্যালটের ভোট পোস্ট করলে সেটি গ্রহণযোগ্য হবে না।
ইসি সচিব বলেন, ‘ভোটের ফল দিতে দেরি হতে পারে, কারণ গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা একসাথে চলবে।’
ইসির সঙ্গে কূটনীতিকদের রোববারের বৈঠক গোপন ছিল না দাবি করে ইসি সচিব বলেন, ‘গণমাধ্যমকর্মীরা কেন অনুমোদিত ছিল না সেটি জানা নেই।’
আখতার আহমেদ বলেন, ‘দূতাবাসগুলোর সঙ্গে বৈঠকে..নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের জানানো হয়েছে। আইনশৃঙ্খলার সংখ্যা সম্পর্কে তাদের জানানো হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার পুলিশের বডি ওর্ন ক্যামেরা থাকবে। প্রায় ১৬ হাজার বিএনসিসি ক্যাডেটরা ভোটকেন্দ্রে শৃঙ্খলা দেখবে ও গণনায় সহায়তা করবে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মতামতের জন্য